কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শিশুমেলা আইডিয়াল স্কুলের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার অভ্যন্তরে স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুমেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও ততকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে সূচনা বক্তব্য দেন শিশুমেলা আইডিয়াল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক এ. কে এম ফজলুল হক মিলন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, আমি যখন এই উপজেলায় ইউএনও হিসেবে আসি তখন আমার ছেলে মেয়েরা ছোট ছিল। তাদের ভর্তি করার জন্য ভালো মানের কোন বিদ্যালয় পাইনি। পরে সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদের ভিতরেই একটি বিদ্যালয় নির্মাণ করবো। যেই কথা সেই কাজ, বেসরকারী এনজিও, স্থানীয় চেয়ারম্যান ও দানবীরদের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় শিশুমেলা নামের এই বিদ্যালয়টি। আজকে বহু বছর পর আবারো আমাকে মনে করায় আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আমি বিশ্বাস করি সুশিক্ষিত জাতি গঠনে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করবে।
এর আগে শিশুমেলা আইডিয়াল স্কুল, পানজোরা গার্লস হাই স্কুল এবং সেন্ট মেরীস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত সহ নৃত্য পরিবেশন করেন। তার সাথে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী রাইসা এবং ফাহিম তারা স্মৃতিচারণ মূলক বক্তব্য ও প্রদান করেন। সবশেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply