ম. আজিজ: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর দাতঁমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব রত্নপুর গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে মু. আবদুল কাদের (২৮)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এক মহিলা প্রথমে কাদেরের মরদেহ নিজ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেন।
মৃত ব্যক্তির সহকর্মী মু. জামাল উদ্দিন জানান, খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান
এবং তার শরীরে দুটি আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘর থেকে কাদেরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিকভাবে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাতঁমারা ইউনিয়নের নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
তবে নিহত কাদেরের বড় ভাই মাওলানা মু. আমিনুল ইদ্রিস ও মু. আলমগীর অভিযোগ করে বলেন, আমাদের ছোট ভাইকে শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ভূজপুর থানা জামাত ইসলামের আমির, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অপরাধীদের সুস্থ তদন্তের মাধ্যমে, দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply