কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় জনৈক মোশারফ মেম্বারের বাড়ির সামনে পাকা ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মনির হোসেন (২৯), পিতা- তাইজুদ্দিন ফকির, সাং- জামালপুর মধ্যপাড়া এবং হৃদয় ভূইয়া (২৮), পিতা- হানিফ ভূইয়া, সাং- গোল্লারটেক; দু’জনই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানা পুলিশের এসআই (নিঃ) মাকসুদুল কবীর নকিব। এ ঘটনায় এসআই নকিব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ- ০৯/০৯/২০২৫) দায়ের করেছেন। মামলার তদন্তভার পেয়েছেন এসআই (নিঃ) শান্তি চন্দ্র দাস।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের চলমান। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
Leave a Reply