1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থীকে চেনেন না দলের নেতারা নতুন দায়িত্বে আদিলুর, রিজওয়ানা ও আসিফ নজরুল কুমিল্লা-১১ আসনে বিএনপির কামরুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের তাহের কালিগঞ্জে পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত দুর্গাপুরে নৈর্ব্যত্তিক পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রীর আত্মহত্যা ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক ২বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১ রাজনগর উপজেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে প্রস্তুতি ডোমারে জামায়াতের গণসংযোগ সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিকদের ধর্মঘটে ব্যাহত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৫ বার

আবদুল রউফঃ চট্টগ্রাম বন্দরে সকাল থেকে শ্রকিমরা ধর্মঘট করেছে। এতে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ধর্মঘট পালন করা শ্রমিকরা প্রাইম মুভার শ্রমিক বলে জানা গেছে। শ্রমিকদের কর্মবিরতি আইসিডিতে বন্ধ রয়েছে কনটেইনার পরিবহণ।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রাইম মুভারে লাশ বহন করতে রাজী না হওয়ার সূত্রে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ এবং পুলিশ সদস্যরা প্রাইম মুভার ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং দুজন চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করেন। এতে আহত হয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

তবে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ মারধরের বিষয় এড়িয়ে পরে জানাবেন বলে জানান গণমাধ্যমকে। ধর্মঘটের ফলে সারাদেশে বন্ধ রয়েছে প্রাইম মুভার চলাচল। এতে ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম।

চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের আমার সংবাদকে বলেন, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত চলবে ধর্মঘট।

আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইংল্যান্ড কনটেইনার ডেপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার আমার সংবাদকে বলেন, ধর্মঘট দ্রুত প্রত্যাহার না করলে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়বে।

চট্টগ্রাম বন্দর মুখপাত্র সচিব ওমর ফারুক আমার সংবাদকে বলেন, কথা হচ্ছে সকল পক্ষের সাথে। দ্রুত সমাধান হবে।

উল্লেখ্য, প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে প্রায় সাত হাজার প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারাদেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews