এস এম এম আকাশঃ পাবনা জেলা সংবাদদাতা: পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের
স্কুলছাত্রী মোছাঃ অনিকা আক্তার, (পিতাঃ আনিসুর রহমান, মাতাঃ শিখা খাতুন)কে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে চাটমোহর থানায় ২ জনকে আসামী করে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার । উক্ত ঘটনার জেরে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রতন হোসেন(২৫) (পিতাঃ তোজাম্মেল হোসেন তজু, গ্রামঃ তেবাড়ীয়া মোল্লাপাড়া ,
ইউনিয়নঃ হরিপুর, উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনা-৬৬৩০)কে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়োছে। ১২ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোঃ রতন হোসেন ছাড়াও মোঃ মামুন হোসেন (১৮)(পিতাঃ মোহসীন হোসেন, গ্রামঃ তেবাড়ীয়া, উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনা)এর নামে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply