ক্রাইম রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ নাজিম উদ্দিন, দেবিদ্ধার উপজেলার উনঝুটি এলাকায় অবস্থিত মোজাম্মেল হক নূরানী হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে- গত ১৪ ফেব্রুয়ারি মাদ্রাসার ছাত্র নাজিম উদ্দিন তার অধ্যায়নরত নূরানী ১৫ পাড়া শেষকরা মেধাবী একজন ছাত্র হঠাৎ মাদ্রাসা থেকে নিখোজ হয়ে যায়। কিন্তু এবিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে অজনা কাহিনীর মত। মাদ্রাসার কর্তৃপক্ষের গাফিলতিতে উক্ত মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালের(01989917859) এই নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। ব্যাপ খোজাখুজির পর নিরুপায় হয়ে মাদ্রাসার ছাত্র মোঃ নাজিমের সন্ধান পেয়ে এর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে দেবিদ্বার থানায় জিডি করতে গেলে দেবিদ্বার থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের হারিয়েছে সাধারন ডায়েরী না নিয়ে, উল্টো তাদেরকে চৌদ্দগ্রাম থানায় জিডি করার জন্য পরামর্শ দেয়। পরে নাজিমের বাবা আবুল কালাম চৌদ্দগ্রাম থানায় জিডি করতে গেলে- পুলিশ তাকে দেবীদ্বার থানা জিডি করার জন্য পরামর্শ দেয়। এমতাবস্থায় সন্তান হারানোর টেনশনে থাকা মোঃ নাজিমের পরিবারের কাছে বিষয়টি দিশেহারা হয়ে পড়ে। এবিষয়ে নাজিম উদ্দিনের বাবা আবুল কালাম বলেন, আমাদের নিকটতম আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় নাজিমকে খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেউ নাজিমের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার বাবা আবুল কালাম।
মুঠোফোনে যোগাযোগ:
নাজিমের বাবা আবুল কালাম:01872-200192। চাচা জাফর আহমেদ 01814-870984,,,
Leave a Reply