1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাঙ্গাবালীর চরগংগা আবাসন প্রকল্প ছাউনির টিন রড উধাও দাড়িয়ে আছে খুটি তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত ১৯ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ আলোচিত এসি গোলাম রুহানী সাময়িক বরখাস্ত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: ভুগছে ৫০ শয্যার হাসপাতাল মিডফোর্ডের ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে সৈয়দপুর ও জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মসিংহে র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১

চলুন মানুষ তথা নিজেদের সম্পর্কে জেনে নিই কিছু বিষ্ময়কর তথ্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০২ বার

বাংলার রূপ ডেস্ক: মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করতে,আমাদের বৈশিষ্ট্য, অনুভূতি,আচরণ তথা যাপিত জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে কি পরিমাণ সূক্ষ্মতার নিদর্শন রেখেছেন,আমরা মানুষেরা তা যদি পুরোটা উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা সংসার-মায়া-মোহতে কিছুতেই জড়াতাম না।সবজান্তা উনি তাই আমাদের ভাবনাকে নিজেদের সৃষ্টি কেন্দ্রীক করেননি।আমাদের নিজেদের মাঝে এমন অনেক কিছু আছে,যা আমাদের অজানা।তেমন কিছু অজানা তথ্য জানাতেই আজকের এই আয়োজন।ইন্টারনেট থেকে তুলে এনে আপনাদের জন্য এই প্রতিবেদনটি তৈরী করেছেন রাসেল আদিত্য।

✍️মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।

✍️আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।

✍️জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।

✍️আচ্ছা আপনার ভাই অথবা বোন বাহাতি বলে কি নিজেকে খুব বেশি জাহির করে? তাহলে তাকে জানিয়ে দিন, গড় পরতায় বাম হাতি লোকের থেকে ডান হাতি ৯ বছর বেশি বাঁচে।

✍️বাচ্চাদের প্রশ্নের শেষ থাকে না। এটা কি? কেন হলো? কীভাবে হলো? ইত্যাদি ইত্যাদি। একটি গবেষণায় দেখা যায়, গড়ে একটি ৪ বছরের শিশু দিনে ৪৫০ টির মত প্রশ্ন করে থাকে।

✍️দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।

✍️মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।

✍️আমাদের চুল এবং নখ মৃত্যুর পরেও বাড়তে থাকে।

✍️ একজন মানুষের রোজ ১০০ টি নতুন চুল গজায়।আবার রোজ একজন পুরুষ ৪০টি ও একজন নারী ৭০ টি চুল হারায়।

✍️মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে।

✍️মানুষের মস্তিষ্কে রয়েছে ১৩০০ কোটি কন্ট্রোল বাটন। এর প্রতিটি বাটনের যেকোনো একটি দায়িত্ব রয়েছে।

✍️আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।

✍️মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।

✍️ একজন মানুষের স্নায়ুতন্ত্র লম্বায় সাঁজালে তা এতোটাই বড়ো হবে যে,পুরো পৃথিবীকে সাত বার পেঁচানো যাবে।

✍️মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।

✍️আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন। মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০’র মত।

✍️মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।

✍️মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।

✍️জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।

✍️মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

✍️বিজ্ঞানীদের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

✍️যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews