কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা এবং পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠন এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। ১৫ এপ্রিল ( মঙ্গলবার) বিকেলে কালিগঞ্জ আরআরএন সরকারি পাইলট স্কুলের মাঠ হইতে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির মাস্টার ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নবগঠিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির সিনিয়র জয়েন সেক্রেটারি মোশাররফ হোসেন লিটন, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার আহমেদ নুহু, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল শেখ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ আসন থেকে নবগঠিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, গাজীপুর -৫ আসনের সাবেক সংসদ সদস্য কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন ভাই কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
Leave a Reply