দিনে রাতে ধর্ষক
মাফিয়া ময়না
(উড়িরচর,সন্দ্বীপ, চট্টগ্রাম)
সাধু সেজে ছুটে চলে
দিনে রাতে ধর্ষক,
চোখে দেখে পথে হাঁটে
নীরববাদী দর্শক।
বাংলার বুকে নারীরা আজ
থাকছে না তো সুখে,
ফাঁদে পড়ে অসুর নামক
রাক্ষুসবাদীর মুখে ।
ওরে শুনরে বাংলা শুন
ধর্ষক খুঁজে’ ই ধর ,
ইট পাথরে নিক্ষেপ করে
পাত্থর গুলি কর।
দড়ি দিয়ে গলা বেঁধে
ফাঁসির কাষ্ঠে ঝুলা,
পাথর মেরে হত্যা করে
মেশিন কর্ না তুলা ।
রশি বেঁধে জোরে টান্ না
ধর্ষক লুইচ্ছার ওই ধন,
পিটে মেরে লুইচ্ছা বেটার
জীবন কর্ খন খন ।
ধর্ষক বেটার ঠাঁই নাইরে ঠাঁই
ঠাঁই দিলে ধর্ষক তুই ,
ধর্ষক সাঙ্গা তোরে রাঙা
শালা তোরে দিব ধুই।
(তারিখঃ নয় মার্চ ২০২৫ ঈশায়ী, রাতঃ এক ঘটিকা)
Leave a Reply