মোঃ শফিকুল ইসলাম/বান্দরবান জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ মিছিল ও কর্মসূচি পালন করা হয়।
১৯ জুলাই ২০২৫ ইং শনিবার কক্সবাজারে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, কক্সবাজারের নব্য গডফাদার সিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।
এনসিপি নেতার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কক্সবাজারসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এই প্রতিহিংসা পূর্ণ ন্যাককার জনক বক্তব্যের প্রতিবাদে
বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য- সচিব জাবেদ রেজার নির্দেশনায়, লামা উপজেলা বিএনপি’র বিপ্লবী সভাপতি আব্দুর রবের নেতৃত্বে মিছিলে অংশ গ্রহণ করেন লামা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ।
এছাড়া বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন লামা পৌরসভা বিএনপি’র আহবায়ক সাইফুদ্দিন কাউন্সিলর
উপজেলার বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খাঁন, বান্দরবান জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক বিএনপি নেতা আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন,
প্রচার সম্পাদক সেলিম রেজা, মহিলা দলের সভানেত্রী সাহারা বান তাহুরা,রাবিয়া বেগম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন রাসেল, পৌর যুবদলের সংগ্রামী সদস্য-সচিব শফিকুল ইসলাম,
যুগ্ন আহবায়ক করিম মীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন আরফাত (বুলবুল) সহ লামা উপজেলা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে রাজনৈতিক সভ্যতাবিরোধী ও ইতিহাস বিকৃতিকারী বলে অভিহিত করেন এবং তাকে জাতির সামনে এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জোর দাবি তোলেন ।
Leave a Reply