গোলজার রহমান: নওগাঁর ধামইরহাটে দুই যুগেরও বেশি সময় পর শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদে হানজালা, সাংগঠনিক সম্পাদক পদে মিল্টন ও রাঙ্গা নির্বাচিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুলের তত্বাবধানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট আটজন প্রার্থীর মধ্যে ভোটের দিন সকালে সভাপতি পদপ্রার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আখরাজুল ইসলাম ভোট বর্জন করলে ছয়জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গণনা শেষে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে এম এ ওয়াদুদ ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয় ও সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে মো. হানজালা ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং
সাংগঠনিক সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক নিয়ে মো. শামীম কবির মিল্টন ৩৩০ ভোট ও মো. তারিকুল ইসলাম রাঙ্গা ৩১১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়.
Leave a Reply