গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন
হারুন অর রশিদ: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে” শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শেরপুর জেলা ওলামা দলের উদ্যোগে এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার সদ্য সাবেক আহবায়ক হযরত মাওলানা ফরহাদ আলী।
এ সময় খতমে কুরআন পরিচালনা ও দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন শেরপুর জেলা ওলামা দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সদ্য সাবেক আহ্বায়ক সদস্য খন্দকার এইচ এম আরিফ হাসান টুটুল, যিনি বর্তমানে শেরপুর জেলা শাখার সদস্য সচিব পদপ্রার্থী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক পদপ্রার্থী হাফেজ কারী মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাদ্দাম,ঝিনাইগাতী উপজেলা শাখার সদ্য সাবেক সদস্য মনিরুল ইসলাম মনির,নকলা উপজেলা শাখার আহবায়ক পদপ্রার্থী ও জেলা ওলামা দলের অন্যতম নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব,জেলা ওলামা দলের অন্যতম প্রবীণ নেতা আলহাজ্ব মোহাম্মদ নওশেদ আলী।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের সংগ্রামের রূপরেখা নিয়েও আলোচনা করা হয়।
Leave a Reply